বুধবার, ২ নভেম্বর, ২০১৬

তুই হীনা এক দিন



তুই হীনা এক দিন
- যাযাবর জীবন

ভোরটা পাখিদের
ঘুম ভাঙতেই তোর ভালোবাসার কিচিমিচি,
সকালটা সূর্যের
মনের মাঝে তুই জেগে উঠিস,
দুপুরটা রোদের
দহনে পুরিয়ে মারিস,
বিকেলটা মনখারাপের
হাত বাড়ালে কোথাও তুই নেই,
রাতটা চাঁদের
আমায় জড়িয়ে থাকিস;

তুই হীনা একটি দিন হলে
বেঁচে থাকাটা অন্যরকম হতো।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন