মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬

মন হারানো



মন হারানো
- যাযাবর জীবন

যদি কখনো মন হারিয়ে যায়
ঠিক চলে যাবো তোর কাছে
একলা পথে
হেঁটে হেঁটে
তোকে আপন ভেবে,

সেদিন কিন্তু ফিরিয়ে দিস না আমায়
পর ভেবে;

ফিরিয়ে দিলে মাটি হব
মাটির ঘরে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন