পশুবীয়
- যাযাবর জীবন
ভালো হতে চেয়েও আমার ভালো হওয়া হয় না
চক্র আমায় ভালো হতে দেয় না
খারাপ হতে গিয়েও আমার খারাপ হওয়া হয় না
চক্র আমায় খারাপ হতে দেয় না
ভালো আর খারাপের চক্র ঘোরে চক্রাকারে
চক্রাকারে আমি ঘুরি চক্রের চক্রে পরে;
মানুষ হতে হতে আমার ভাল হওয়া হয় না
পশু হতে হতেও আমার খারাপ হওয়া হয় না
পশু ও মানুষে মিলে এক পশুবীয় জীবন যাপন
জীবনের সকল সমস্যার কারণ;
পুরোপুরি পশু হতে ইচ্ছে করে একবার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন