বুধবার, ৯ নভেম্বর, ২০১৬

প্রথম থেকে আজ অবধি



প্রথম থেকে আজ অবধি
- যাযাবর জীবন

পাখিই তো ওড়ে, ডানা আছে যতক্ষণ
তারপর এদিক ওদিক কিছু ছেঁড়া পালক,
মানুষই ভালোবাসে
তারপর বুকের খাঁচায় দহনের পোড়া দাগ;

ভালোবাসার ডানা ঝাপটায় বুকের খাঁচায় মনপাখি
টুকরো টুকরো প্রেমের গড়ে সমাধি;

তবুও তোকেই বড্ড ভালোবাসি
প্রথম থেকে আজ অবধি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন