বুধবার, ২ নভেম্বর, ২০১৬

সত্ত্বা



সত্ত্বা
- যাযাবর জীবন


প্রথম সত্ত্বায় -
ঘুম ঘুম চোখে
তোকে দেখি স্বপ্নে স্বপ্নে
ঘুম ঘুম চোখে
তোর ভালোবাসার আবেশে;
ঘুম ঘুম চোখে
ঘুম ঘুম চোখে;

দ্বিতীয় সত্ত্বায় -
নির্ঘুম চোখে
রাতের নিস্তব্ধতায় তোর ভালোবাসার শব্দ শুনি
নির্ঘুম চোখে
ভেড়ার লোম খুঁটে খুঁটে তোর ভালোবাসা গুনি;
নির্ঘুম চোখে
নির্ঘুম চোখে।

সকল সত্ত্বায়
তোকে ভালোবাসি
তোকেই ভালোবাসি।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন