বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬

অবোধ্য সংসার



অবোধ্য সংসার
- যাযাবর জীবন

খুঁটিনাটি আড়িআড়ি
ঠনঠন হাঁড়িকুঁড়ি
ঝনঝন থালা বাসন
নিত্য সংসার কথন;

হাসি আমি
খুশি তুই
দাঁত দেখ ওদের ঐ
পরনে সকলের রঙিন বসন
সেলফি নামক ফেসবুক কথন;

ভালো করে চোখ দেখ
অনুভূতি এক এক
তোর চোখে হতাশা
আমারটা নিরাশা
কারো চোখ ঢুলুঢুলু
কান্না কারো চোখে
কেও ঘুমে স্বপ্ন আঁকে
বাকিরা ফেসবুকে
এ কেমন জীবন?

সংসার সবাই করে
নিত্য ভাঙন ঘরে ঘরে
খুঁটিনাটি হাঁড়িকুঁড়ি
সম্পর্ক ঝনঝন
অবোধ্য আজকালকার
অশান্তির কারণ
ওপর ওপর মিলমিশ
দুজন মনেতে বিষ
এক বিছানা দু-কাত
ফেসবুকে সারারাত,
তোর
আমার
তার
ভার্চুয়াল কথন;
তোর
আমার
তার
সভ্যতার পরাকাষ্ঠার
প্রাত্যহিক সংসার জীবন।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন