বুধবার, ৯ নভেম্বর, ২০১৬

হরিণ হৃদয়



হরিণ হৃদয়
- যাযাবর জীবন

সেদিনও হৃদয় ছিল হরিণ
ছুটোছুটি বনে বনে
হাসি খেলায় সবার সনে,
হঠাৎ প্রেম ছুঁয়ে দিতেই মনে বিষণ্ণতা
তারপর থেকে হরিণ একলা;
রাতের মত,
নিস্তব্ধ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন