মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬

অন্ধকারের তারা



অন্ধকারের তারা
- যাযাবর জীবন

কালো সেজেছে রাতটা
প্রসারিত অন্ধকারের ডানা,
মনের ছায়ায় তুই আর আমি
কিছু অনুভূতি
কিছু অনুভব
কিছু সুখ দুঃখ বেদনা
আর আমাদের মাঝে
ভালোবাসা সবচেয়ে দামী;

চেয়ে দেখ চারিদিকে স্বপ্ন সাজানো
শুধু চোখ বন্ধের অবসর
তুই আমি এখনো কাছাকাছি
শুধু সময় হয়েছে পর;

বুকে কান পেতে দেখ
প্রতি ধুকপুকে তুই তুই ধ্বনি
এই যাহ্‌,
স্বপ্নটা ভেঙে গেল ঝনঝন
তুই আকাশে
তাই একা একা তারা গুনি।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন