শনিবার, ১২ নভেম্বর, ২০১৬

পোড়া রাত



পোড়া রাত
- যাযাবর জীবন

রাতের ঘুম পুড়ে ছাই তোর দুচোখে চেয়ে
চাঁদনি পুড়ে কালো অমাবস্যা রাতে,
চাঁদের সাথে প্রেম করে করে
অনেক হয়েছি ক্লান্ত;

এবার আমায় কিছু ঘুম ধার দে তোর চোখ থেকে
নয়তো আমায় ডুবিয়ে নে তোতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন