রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬

একলা পাখি অন্যরকম



একলা পাখি অন্যরকম
- যাযাবর জীবন

জোড়ায় জোড়ায় পাখির বাস
পাখি সমাজে পাখির ঝাঁক
ঝাঁকের মাঝে একলা পাখি
একা ওড়ে একা ঘুরে
অন্যরকম অন্যরকম
ঠিক যেন
আমার মতন;

মানুষ সমাজ অন্যরকম
যায় না বোঝা কে কার আপন
জোড়ায় জোড়ায় সংসার
আর নয়তো কে বা কার,
সমাজে থেকেও একলা মানুষ
ইচ্ছে খুশি ইচ্ছে মতন
সবাই দেখে অন্যরকম
আমার মতন
আমার মতন;

অন্য-চোখে সবাই দেখে
পাগল ডাকে দূরের থেকে
শিউরে উঠি ঘৃণা দেখে
ওদের চোখে
ওদের চোখে,

কাছের মানুষ আদর করে
কাছে ডাকে ভালোবাসে
আমি বুঝি,
আমি বুঝি ওদের অনুভব ঠিক;

ওরা আমার নাম দিয়েছে অটিস্টিক।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন