বুধবার, ৯ নভেম্বর, ২০১৬

নিস্তব্ধ ইচ্ছে



নিস্তব্ধ ইচ্ছে
- যাযাবর জীবন

তোমাদের কান শুধু সেটুকুই শুনতে চায়
যেটুকু আছে তোমাদের মুখে
তোমাদের মন সেটুকুই গ্রহণ করতে পারে
যেটুকু আছে তোমাদের মনে;

আমার চাওয়া কিংবা বলাতে তোমাদের কি আসে যায়?
আমি নিস্তব্ধ হয়ে গেছি বুঝে;

এখন শুধু আমার কান খোলা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন