শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১৬

ভালোবাসার মন্ত্রজপ



ভালোবাসার মন্ত্রজপ
- যাযাবর জীবন

ভালোবাসি ভালোবাসি
মন্ত্রজপ মুখে মুখে
ভালোবাসি ভালোবাসি
Obsession মনে মনে,
এতে ভালোবাসা হয়?
শুধু শুধুই কালক্ষেপণ
সময় ক্ষয়;

কখনো বলিনি তাকে মুখ ফুটে
সেও বলেনি কখনো ভালোবাসে,
ভালোবাসা মনে মনে
অনুভূতি অনুভবে
দুজনার দুজনে;
পরশু
কাল
আজ
প্রতিদিন প্রতিক্ষণে,

ভালোবাসার মন্ত্র-ধ্বনি মুখে না জপে
কত যুগ পারি দিয়েছি আমরা, বলতে পারিস?
ভালোবেসে আর ভালোবেসে আর ভালোবেসে;
শুধুই ভালোবেসে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন