বুধবার, ৯ নভেম্বর, ২০১৬

ভালোবাসার পাখি


ভালোবাসার পাখি
- যাযাবর জীবন

যেখানে আকাশ মিশে যায় সাগরে
সন্ধ্যে গোধূলিতে
নীল মিশে লালে
সেখানে তো'তে মিশতে বড্ড ইচ্ছে করে;

মেঘ কেন মিশবে কান্নায়?
কিংবা তুই আমাতে;

ভালোবাসিস আমায়?
তবে পাখি হ।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন