সময়ের যতিচিহ্ন
- যাযাবর জীবন
সময়ের পিঠে সময় গড়ায়
কালকের গল্পেরা পুরনো হয় আজকের কবিতার পিঠে
আজকের কবিতা চেপে বসে আগামীর গল্পের ঠোঁটে;
কিছু কথা
কিছু গল্প
কিছু কবিতা
কিছু স্বপ্ন
কিছু ভালোবাসা
তোর আর আমার মনের কথা,
কোথায় দাড়ি
কোথায় কমা
কোথায় থামতে হবে
কেও জানে না,
আজকের হাসি
কালকের বেদনা
পরশু কি হবে
কেও জানে না;
আজ তুই
আজ আমি
কিছু ভাঙা স্বপ্ন
আর চুরচুর অভিমান
এই তো আমাদের ভালোবাসার পরিণাম;
জীবনটা এমন কেন?
উঁচুনিচু
পাহাড় সাগর;
সমতলের ভালোবাসা কখনো আকাশে ওড়ে
কখনো ডুবে যায় অন্ধকারে;
আমিও ভালোবাসি
তুইও ভালোবাসিস
সময় যতিচিহ্ন টেনে দিয়েছে আমাদের মাঝে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন