ভালোবাসি চল
- যাযাবর জীবন
বাইরে বৃষ্টি তুমুল
ভিজবি?
চল
প্রেম নাই বৃষ্টিতে
ওখানে শুধুই জল
ভালোবাসা মেশাবি?
ভিজবি?
তবে চল
সবাই বৃষ্টি পায় না
সবাই বৃষ্টি চেনে না
মন ভালোবাসা হলে তবেই না জল
ভালোবাসিস?
তবে চল
সবাই ভালোবাসতে পারে না
সবাই ভালোবাসায় কাঁদতে পারে না
তোর চোখে কেন এত জল?
অনেক ভালোবাসিস বুঝি?
তাহলে একবার চিৎকার করে বল
"ভালোবাসি"
ঝুম বৃষ্টির মত, মাঠ ঘাট ভাসিয়ে দিয়ে
হো হো ঝড়ের মত, সব ওলোটপালট করে দিয়ে
ভূমিকম্পের মত, পৃথিবী নাড়িয়ে দিয়ে;
তারপর
দুজন ভালোবাসায় ভিজি চল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন