বুধবার, ২৭ জুন, ২০১৮

মন খুঁড়লে তুই



মন খুঁড়লে তুই
- যাযাবর জীবন


রাতের নির্জনতায় তুই নেই
নেই তুই লক্ষ তারার কোলাহলে
তুই নেই চাঁদে
নেই জ্যোৎস্নায়
নেই উড়ে যাওয়া জোনাক ডানায়;

অন্ধকার বাড়ছে
কালো হচ্ছি আমি
বৃষ্টি ঝরছে
ভিজছি আমি;

তোকে খুঁজতে উথাল পাথাল করেছি রাত
পেয়েছি অন্ধকার;
কোথাও নেই তুই বাস্তবতায়,
তবুও মন খুঁড়লেই সবার আগে তুই।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন