নানান ভাষা
- যাযাবর জীবন
জানি না তোর মনের কথা
একদমই বুঝি না প্রেমের ভাষা,
ভাসতে ভাসতে জীবন
এক এক নদীর এক এক ভাষা;
নদীও তো নারীই
তাই না?
জলের ভাষা
স্রোতের ভাষা
নদীর ভাষা
তোর ভাষা বুঝতে গিয়ে কুলকুল ভাসছি আমি;
নারীর ভাষা আজো বুঝি নি
বড্ড অবোধ্য ঐ প্রেমের ভাষা;
কবে জানি ভাসতে ভাসতে টুপ করে ডুবে যাই!
কাঁদিস না কিন্তু সেদিন;
কান্নার ভাষা সইতে পারি না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন