গন্তব্য, পথের
- যাযাবর জীবন
পথটা নেমে গেছে অনেক নীচে
এবার আমারও নামার সময় হলো,
গন্তব্য জানা আছে
তবুও মানতে চায় না মন,
ষ্টেশন দেখা যায় ঐ-তো
নামতে চায় না কেও
তবুও নেমে যেতে হবে ট্রেনটা থেমে গেলে;
মেঘ দেখছিস? ঐ দূরে
ঘন হয়ে জমছে পাহাড়ের কোলে কোলে
আমি নেমে গেলেই নামবে কান্না হয়ে
তুই কাঁদিস না কিন্তু ট্রেন থেমে গেলে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন