রবিবার, ২৪ জুন, ২০১৮

একলা চেয়ার




একলা চেয়ার
- যাযাবর জীবন


দুটি চেয়ার মুখোমুখি
কারো অপেক্ষায়
একটি পাহাড় ঐ দূরে
দাঁড়িয়ে একঠাঁয়;

একদিন একটা চেয়ারে আমি ছিলাম
অন্যটায় তুই
সামনাসামনি, মুখোমুখি
মাঝে চায়ের মগ, একটি;
এক চুমুক আমার
মগের হাতল ঘুরিয়ে অন্য চুমুক তোর,
যেখানে চুমুক দিয়েছি আমি,
তুই নাম দিয়েছিলি চা চুমু;

আজ চেয়ার দুটো ফাঁকা
আমরা দুজন একা,
পাহাড়টা ঠাঁয় দাঁড়িয়ে, কালের সাক্ষ্য হয়ে
ভালোবাসা ও বিচ্ছেদের,
তোর আর আমার।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন