কে শেখাবে ভালোবাসা?
- যাযাবর জীবন
কেও দিন বললে কাজ বোঝে কেও সূর্য
আমার খাদ্যাহ্নেষণ তোর দিবা স্বপ্ন,
রাত বললে কেও স্বপ্ন বোঝে কেও অন্ধকার
আমার ঘুমচোখ তোর প্রেম প্রহর,
কারো কাছে বৃষ্টি মানে কবিতা কারো চোখে কান্না
আমার বৃষ্টি বিলাস তোর মন খারাপ,
চাঁদে কারো মন উদাস কারো জ্যোৎস্না বিলাস
আমি চাঁদনি দেখি তুই গভীর ঘুমে,
চোখ কারো কথা কয় কারো চোখে কান্না রয়
তোর চোখে প্রেমের ভাষা আমার পাথর চোখ;
তোর হৃদয় ভরা অনুভূতি, আমি প্রেম বুঝি না
তবুও তোর কথা মনে হলেই কি এক কষ্ট কষ্ট সুখ
আচ্ছা! একে কি ভালোবাসা বলে?
ঠোঁট বলতে আমি কথা বুঝি তুই বুঝিস চুমু
তবুও যখন ঠোঁটে ঠোঁট রাখিস কি এক অন্যরকম সুখ
আচ্ছা! একে কি ভালোবাসা বলে?
আমিও তোর মত ভালোবাসতে চাই
তোকে ভালোবেসে;
ভালোবাসা আমায় কে শেখাবে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন