রবিবার, ২৪ জুন, ২০১৮

নেমে যাবার পথ



নেমে যাবার পথ
- যাযাবর জীবন


পাহাড় বেয়ে বেয়ে নেমে গেছে পথ
পাহাড় বেয়ে ঝর্ণা
মেঘ বেয়ে বৃষ্টি
চোখ বেয়ে কান্না;

কেন জানি পাহাড় দেখলেই নেমে যেতে ইচ্ছে করে আমার
কোথায় তা জানি না,
একদিন আমি ঠিক নেমে যাব জীবন বেয়ে
সমাপ্তি জানা নেই আমার
না পথের না সময়ের;

শুধু জানা আছে পথটা নেমে যাবার
বেয়ে বেয়ে
জীবনটা থেমে যাবার
পাহাড় থেকে মাটির ঘরে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন