রবিবার, ২৪ জুন, ২০১৮

চিরসত্য



চিরসত্য
- যাযাবর জীবন


তোর জন্য সকাল হয়
নীল নীল আকাশ
দুপুর থেকেই বেলা ঢলা
মন খারাপের বাতাস

সন্ধ্যা হলে তোর জন্য
মন কেমন করে
রাত হলেই মন খারাপে
চোখে লবণ ভরে

তোর জন্য চাঁদ ওঠে
আকাশ জ্যোৎস্না হয়
কখন তোকে হারিয়ে ফেলি
মনে বড় ভয়

মন খারাপের বেলা বয়ে যায়
হয় না কোন কাজ
তোর জন্য চোখ কান্না
বৃষ্টি হচ্ছে আজ

অনুভবে প্রতিদিন তুই
সকাল দুপুর রাতে
অনেক বেশি ভালোবাসি
মন খারাপের রাতে

দূর থেকে অনুভবে
ভালোবাসা বুঝিস?
এদিক ওদিক তাকাস কেন
কাকে তুই খুঁজিস?

হঠাৎই ভীষণ মন খারাপ তোর
অনুভবে যদি বুঝিস
চিরদিন থাকে না রে কেও
সত্যিটা মেনে নিস।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন