বুধবার, ২৭ জুন, ২০১৮

অপেক্ষার প্রহর



অপেক্ষার প্রহর
- যাযাবর জীবন



চিরকাল কেও থাকে না
না তুই, না আমি, না সে
কেও ইচ্ছে করে হারিয়ে যায়
কেও জীবনের বাস্তবতায়
কাওকে ওপরওয়ালা নিয়ে যায়;
হারিয়ে যাওয়াতে কারো হাত নেই
যে হারিয়ে যায় সে তো যায়
যে রয়ে যায় সে বেদনায় হারায়;

একদিন হয়তো তুই থাকবি না
একদিন হয়তো আমি;

আমি না থাকলে হয়তো তোর দিন হবে অন্ধকার
কিংবা তুই না থাকলে আমার;

যতক্ষণ তুই আছিস দিন আমার সূর্য
রাত আমার চাঁদনি
যতক্ষণ আমি, ততক্ষণ তোর সূর্য
না থাকলে রাত;

নিস্তব্ধতার কোলাহলে বধির অপেক্ষার প্রহর;
অপেক্ষা হারিয়ে যাবার,
তোর কিংবা আমার।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন