বুধবার, ২৭ জুন, ২০১৮

দাম্পত্যের প্রকারভেদ



দাম্পত্যের প্রকারভেদ
- যাযাবর জীবন


স্বামী ও স্ত্রী
জড়াজড়ি, যেভাবে খুশি
যদি ভালোবাসা থাকে,
আর নয়তো মাঝে কোলবালিশ
দুজন উল্টো মুখী;

দাম্পত্য এক এক জনের এক এক রকম,
সত্যটা জানে অন্ধকার বিছানা
আর স্বামী ও স্ত্রী;

দিনের আলোয় লোকদেখানো অভিনয়,
সত্য কিংবা মিথ্যা সম্পর্ক
জানে স্বামী ও স্ত্রী।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন