রবিবার, ২৪ জুন, ২০১৮

মেঘের চক্র




মেঘের চক্র
- যাযাবর জীবন


মেঘগুলো উড়ছে
মেঘগুলো ঘুরছে পাহাড় ছুঁয়ে ছুঁয়ে
আর উড়াল ডানায় মন পাহাড়, মেঘ, আকাশ ছাড়িয়ে
অনেক অনেক দূরে
তোর কাছে;
তুই ঘুরছিস, আমাকে ঘিরে;

ভালোবাসা ঘুরছে চক্রাকারে আমাদের দুজনকে ঘিরে
মিলন হবে কি?
সময় বলে দেবে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন