রবিবার, ২৪ জুন, ২০১৮

ঠোঁটের বাঁক




ঠোঁটের বাঁক
- যাযাবর জীবন


অনুভূতির প্রকাশ ঠোঁটের বাঁকে;

তোর ঠোঁটের প্রতিটা বাঁক আমার চেনা
হাসিতে, খুশিতে
রাগে, অভিমানে
দুঃখে, কান্নায়
ভালোবাসা ও চুমুতে
তোর প্রতিটা ঠোঁট বাঁকানোর গল্প আমার জানা;

অনেকগুলো দিন দূরে ছিলাম
অনেকগুলো রাগ ছিলো তোর মনে
অনেক দুঃখ, অনেক কষ্ট,
অনেক দিন অভিমানে ছিলি ঠোঁট বাঁকিয়ে,

অনেক দিন চুমু খাওয়া হয় নি
এবার আয় অভিমান ভেঙে,
ভালোবাসার চুমু খেয়ে যা ঠোঁট বাঁকিয়ে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন