শনিবার, ৩০ জুন, ২০১৮

সবকিছুর কি বিনিময় হয়?




সবকিছুর কি বিনিময় হয়?
- যাযাবর জীবন


যতক্ষণ পাশে তুই ততক্ষণ ভরসা
আছে, কেও একজন আছে পাশে,
দিনের বেলায়
রাত বিরাতে
সুখে দুঃখে
ঘুমে জাগরণে
অসুখে বিসুখে আছে পাশে;

মাঝে মাঝে বড্ড বেশি আশাহত হয়ে যাই
মাঝে মাঝে মনে হয় ফুরিয়ে এলো সময়
মাঝে মাঝে ঘুমের মধ্যে দমবন্ধ লাগে
অপ্রতুল হয়ে ওঠে বাতাস
শ্বাস নিতে খুব কষ্ট হয়
মনে হয় এই বুঝি শেষ হলো সময়,
তখন, ঠিক তখনই একটি স্পর্শ মাথার ওপর
একটি হাত বুকের ওপর হাত বুলায়
অসম্ভব মায়ায়;
নিমিষেই আবার ফিরে আসি আমি
জলের গভীর থেকে
অচেনা পৃথিবী থেকে আমার পৃথিবীতে;

এই স্পর্শকে কি বলে?
শুধুই মায়া!
শুধু ভালোবাসা!
উঁহু,
মৃত্যুর গহীন কুয়ো থেকে যে স্পর্শ আমায় ফিরিয়ে আনে
তাকে পৃথিবীর কোন অনুভূতিতে ফেলব আমি?
আমার স্পর্ধা কোথায় তার বিনিময় দেবার?
তার থেকে এই ভালো,
তুই আমার "তুই" হয়ে থাক
শরীর ও মনের মাখামাখি স্পর্শে
আদরে, ভালোবাসায়, জীবন ভর,
আমাতে আর আমাতে মাখামাখি হয়ে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন