শনিবার, ৯ জুন, ২০১৮

ভালোবাসি, ভালোবাসি আর ভালোবাসি



ভালোবাসি, ভালোবাসি আর ভালোবাসি
- যাযাবর জীবন


কেন যে এত ভালোবাসা?
কেন যে এত এত প্রেম! এত কাছে আসা!

কারো কারো জন্মই হয় ভালোবাসা দিতে
যেমন তুই,
কারো কারো জন্মই হয় ভালোবাসা পেতে
যেমন আমি;

স্বার্থপরের মত শুধু নিয়েই যাচ্ছি
অথচ দেখ! দেবার বেলায় আমার শুধুই অবহেলা
খুব হেলাফেলা;
অথচ তুই কি জানিস কতটা ভালোবাসি তোকে?
তুই নাই জানলি
কি যায় আসে?

দেওয়া ও নেওয়ার মাপকাঠিতে একদিন আমার জয় হবেই
ভালোবাসায় হেরে গিয়ে, কিংবা হারিয়ে দিয়ে;
দুটোতেই তো আমার জিত, তাই না রে?
আজ না হয় তোকে জিতিয়েই দিলাম
আজ না হয় আমি হারলামই
কি যায় আসে?

কেন এত ভালোবাসিস আমায়, দিনের বেলায়?
বলতে পারিস?
কেন এত ভালোবাসিস আমায়, সন্ধ্যে বেলায়?
বলতে পারিস?

কি ভাবে পারবি বল?
রাতে যখন তুই ঘুমিয়ে যাস
রাতে, রাত যখন ঘুমিয়ে যায়
আমি তোর কানে কানে প্রতিদিন বলে আসি
ভালোবাসি, ভালোবাসি আর ভালোবাসি।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন