মঙ্গলবার, ১১ জুন, ২০১৯

হারায় নি দেশ



হারায় নি দেশ
- যাযাবর জীবন


ঐ যে বৃষ্টি ধুম
টিনের চালে ঝুম,

আজকাল কোথায়ই বা টিনের চাল?
নগরায়ণ গ্রাস করেছে সবুজ
তবুও বৃষ্টি দেখলেই মন অবুঝ,
ঐ যে বহেরা
ঐ যে সজনে পাতা
সিম আর কুমড়ো লতায় ছেয়ে যাওয়া এক টুকরো সবুজ
চিড়ল চিড়ল নারকেল পাতার ভেদ করে বৃষ্টির ফোঁটা
আর টিনের চালে রিমঝিম বৃষ্টির গান!
দেখ! বৃষ্টি নেমেছে ঝুম;

আমি গ্রাম হারিয়েছি, মন হারাই নি
সবুজ হারাতে দেই নি,
কৃষ্ণচূড়া লালে
পলাশের লালে
শিমুলের লালে
আর পাতার সবুজে
ধানের সবুজে মিলে মিশে বাংলাদেশ,
তোমরা যাকে সুজলা সুফলা, শস্য শ্যামলা বল
ওটা আমার দেশ,
বাংলাদেশ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন