কবিতার চুপ
- যাযাবর জীবন
সব সময় কি খাতা কলমে কবিতা লিখতে হয়?
কিছু কিছু সময় তোকে ভাবলেই মন কবিতা হয়;
মাঝে মাঝে রাত কেঁদে কেঁদে অন্ধকারের কথা বলে
আমি সূর্যের দিকে চেয়ে থাকি অন্ধকার দেখব বলে,
মাঝে মাঝে অমাবস্যা হেসে হেসে চাঁদে জ্যোৎস্নার কথা বলে
আমার রাতই দেখা হয় না নির্ঘুম চোখে,
মাঝে মাঝে একাকীত্ব চিৎকার করে বলে মনে তুই আছিস
দূরত্ব লিখে যায় একাকীত্বের কবিতা;
রাতটা নিজে বড্ড নিশ্চুপ থাকে
অথচ শুনে দেখ কত কত কবিতার কলরব প্রতিটা রাতের বাঁকে
দেখিস! একদিন কবিতা একদম চুপ হয়ে যাবে,
তুই সামনে এলে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন