ভর দুপুরে ঢলা বিকেল
- যাযাবর জীবন
সবাই বলে ভর দুপুর
বিকালকে ঢলা বলে কেন?
আমি তোর মাঝে শুধুই সকাল দেখি,
স্নিগ্ধ সকাল
দিন রাত্রির অষ্টপ্রহর;
সন্ধ্যাটা আজ কেমন যেন ম্যাড়মেড়ে হয়ে আছে
মন খারাপের সাথে বিষণ্ণতা মিশে থাকলে যেমন হয় আর কি!
রাতটা বোধহয় লম্বা যাবে আজ
তোর যে ভীষণ মন খারাপ;
আমি দূর থেকেই তোর মনের গন্ধ পাই,
ভালো থাকলেও পাই
খারাপ থাকলেও পাই;
কিভাবে?
আমার মত ভালোবাসলে জিজ্ঞাসা করতি না;
তুই সব সময়ই চায়ের সাথে একটু কফি মিলিয়ে নিস
মনের সাথে রঙ মেলাতে তোর জুড়ি মেলা ভার
আমার হয় সবুজ চা কিংবা কালো কফি
মিশ্রণে বড্ড এলার্জি আমার,
তাই বলে কি চুমু খাই নি আমরা?
তুই সবুজ চায়ের কাপে
আমি তোর ঠোঁটে;
ধ্যাৎ!
এভাবে দূর থেকে ভালোবাসা হয় না;
আয় জড়িয়ে ধর রাত হয়ে,
তারপর ঘুমাই দুজন ঠোঁটে ঠোঁটে,
অনেকদিন চুমু খাই নি ঠোঁট ডুবিয়ে, তোকে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন