শুক্রবার, ২৮ জুন, ২০১৯

ওপর তলার মানুষের মনে কি মেঘ জমে না?




ওপর তলার মানুষের মনে কি মেঘ জমে না?
- যাযাবর জীবন


ওখানে রাজার প্রাসাদ
ওখানে তোর বাস
ওখানে সবাই যায় না
ওখানে সবাই যেতে পারে না,
এখানে মেঘ উড়ে
এখানে মন পুড়ে
এখানে সবাই রাজা
এখানে কারো আসতে নেই মানা;

আমি ওখানে যাই নি কখনো
এখানে এসেছিলি তুই
কিছু কি দিয়েছিলি?
মন তো ঠিকই নিয়েছিলি,
জানিস! তারপর থেকে এখানে অবিরত বৃষ্টি
চোখে মেঘ জমলে বৃষ্টি তো হবেই!

আচ্ছা!
ওপর তলার মানুষের মনে কি মেঘ জমে না?
কোনদিনও জানা হবে না।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন