শুক্রবার, ২৮ জুন, ২০১৯

তবুও আমি ওপরে আকাশ দেখেছিলাম



তবুও আমি ওপরে আকাশ দেখেছিলাম
- যাযাবর জীবন


আকাশ তো সব সময়ই দেখি ওপরের দিকে চেয়ে
মাটিতে থেকে
আজ আকাশটাকে দেখলাম আকাশ থেকে;

তখন আকাশে চাঁদ ছিলো না
ছিলো না সূর্যও
তবুও কেমন যেন এক মায়াবী নীল আলো,
কই আমার তো ডানা নেই!
তবুও আমি ওপরে আকাশ দেখছিলাম নিচে মাটি,
মাটি থেকে আকাশে তো উড়াল দিলাম
তবুও কি আকাশটাকে ধরতে পারলাম!
আচ্ছা, আকাশের উচ্চতা কত?
মাটির মানুষ আকাশ ধরতে যায়, সখ কত!




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন