মঙ্গলবার, ১১ জুন, ২০১৯

ঘুমন্ত চাঁদ




ঘুমন্ত চাঁদ
- যাযাবর জীবন


মাঝে মধ্যে অলস রাত বড্ড অন্যরকম
মাঝে মধ্যে সময়ের ভাঁজে শুধু শুধুই সময় ক্ষেপণ;

আমি রাতের ভাঁজ দেখি ঘুম ঘুম চোখে
রাতের ভাঁজে অন্ধকার থাকে
অন্ধকারের ভাঁজে কালো
অথচ চাঁদটা উঠতেই অন্ধকারের ভাঁজ খুলে যায়
জ্যোৎস্না দেয় আলো,
আচ্ছা! চাঁদটা কোথায় লুকিয়ে থাকে?
প্রতিরাতে কেন জ্যোৎস্না পাই না ছুঁতে?

সবারই মনের ভাঁজে কোথাও না কোথাও লুকিয়ে থাকে অন্ধকার
কেও কেও হঠাৎ হঠাৎ চাঁদ খুঁজে পায়
কেও অন্ধকার ভালোবেসে অমাবস্যায় ঘুমায়,
আমি রাত ক্ষেপণ করি নির্ঘুম তাকিয়ে
কাওকে তো অন্ধকারের সঙ্গী হতে হবে!

দেখ, দেখ!
কেমন অন্ধকার নেমেছে ঝাঁপিয়ে
তোর ঘুম ঘুম চোখ ছাপিয়ে,
আয় না জেগে থাকি আরেকটি নির্ঘুম রাত
তুই
আমি
আর ঘুমন্ত কালো চাঁদ।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন