ক্লান্ত ডানা
- যাযাবর জীবন
উড়তে কার না ভালো লাগে?
কিংবা ঘুরতে;
আমার ডানা নেই
নেই চাকা
তবুও ঘুরতে হয় শর্ষে পায়ে,
পেটের জন্য মানুষ কত কিছুই না করে!
একদিন ঠিক উড়ে যাব দূর অজানায়
না ফেরার কোন এক দেশে
একদিন ঠিক ঘুরব অজানা সে দেশে
মাটি হয়ে খালি পায়ে;
আমার এত ওড়াউড়ি ভালো লাগে না
ভালো লাগে না ঘুরাঘুরি,
একবার খুব থিতু হয়ে শুয়ে থাকতে ইচ্ছে করে
মাটি হয়ে মাটি ঘুমে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন