শুক্রবার, ২৮ জুন, ২০১৯

এই তো দেখছি চারিদিকে, এখনকার চল



এই তো দেখছি চারিদিকে, এখনকার চল
- যাযাবর জীবন


আজকালকার প্রেম মানেই বিছানায় যাওয়া
ভালোবাসা মানে মন ছোঁয়ার আগেই শরীর ছোঁয়া
চোখে চোখে ভালোলাগার ঈশারা হতে না হতেই বিছানায় শোওয়া,
বড্ড ভালগার হয়ে গেলো, তাই না?
কি করব বল?
এই তো দেখছি চারিদিকে এখনকার চল
ভালোবাসার ছল;

আমি তোকে ভালোবেসেছি মন ছুঁয়ে ছুঁয়ে
তুই আমায় মন দিয়ে ভালোবেছিস প্রেমে বিভোর হয়ে
আমাদের মাঝে শরীর কথা বলে নি
বিছানা ডাকে নি
তাই বলে কি ভালোবাসার কমতি আছে আমাদের মাঝে?
আমরা বড্ড সেকেলে, তাই না?
আমরা মনে মনেই প্রেম করি মন ছুঁয়ে ছুঁয়ে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন