শুক্রবার, ২৮ জুন, ২০১৯

তোমরা সবাই চেনো নদীটাকে



তোমরা সবাই চেনো নদীটাকে
- যাযাবর জীবন


একটা নদী ছিলো
উচ্ছল পাহাড়ি
কলকল ছলছল বয়ে যেত;

একটা নদী ছিলো
মন অভিমানী
যখন তখন অভিমান
অভিমানে ভাটা আর অভিমানে জোয়ার;

একটা নদী ছিলো
খুব, খুব রাগী
যখন তখন রাগে দুকুল ছাপিয়ে বন্যা
পাড়ের মানুষগুলোর কি হবে, কখনো ভাবে না;

একটা নদী ছিলো
বড্ড অবুঝ
তোমরা পাড় ভাঙা দেখেছ
নদী পাড়ের লোক;

নদীর ভালোবাসা দেখেছ কখনো?
সেও কিন্তু দুকুল ছাপানো
ভাসানো, ডোবানো;

আমি নদীর সৃষ্টি দেখেছি পাহাড় থেকে
বেড়ে ওঠা দেখেছি ঝর্ণা হয়ে নেমে গেছে
কৈশোর থেকে যৌবন দেখেছি কলকল ছলছল বয়ে যেতে
নদীর ভালোবাসা দেখেছি, জমিতে উর্বর পলি দিতে
অভিমান দেখেছি জোয়ার ভাটায়
রাগ দেখেছি পাড় ভেঙে দেয়ায়
নদীর নিজের ভেঙে যাওয়া দেখেছি কান্নায়, কত কত শাখা হয়ে
আমি নদীর মরে যাওয়া দেখেছি, রাগ-দুঃখ-অভিমানে;

তোমরা সবাই চেনো নদীটাকে,

নদীটার নাম ছিলো নারী।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন