রোদ পোড়াই চল
- যাযাবর জীবন
উফফ!
প্রচণ্ড রোদ বাইরে,
পুড়বি?
চল;
রোদে প্রেম নেই শুধুই গরম
আরে! পোড়ে তো ভালোবাসাও
আগুনে পুড়তে কার সাধ জাগে
তবুও প্রেম, তবুও ভালোবাসা
আর পদে পদে মরণ
ভালোবাসার গরম;
চল,
রোদ মাখি চল
ভালোবাসায় পুড়ি চল;
সবাই ভালোবাসা চেনে না
সবাই রোদ মাখতে জানে না
মনে প্রেম জাগলে তবেই না গরম
ভালোবাসায় মরণ
আর না হলে পার্থক্য কোথায়?
ভালোবাসা কিংবা আগুনে পোড়ায়,
ভালোবাসবি?
তবে চল,
রোদে পুড়ি চল.
আমি ভালোবেসে যাই তোকে ছুঁয়ে ছুঁয়ে
তুই গরম মাখিস রোদ মেখে গায়ে
ও কি? চোখে কেন রে জল?
নতুন কোন ছল?
খেলব না আর কোন ছল
শুধুই ভালোবাসি চল;
আর ভালোবাসায় পুড়ে পুড়ে রোদ পোড়াই চল।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন