সম্পর্কগুলো ফেসবুকিও
- যাযাবর জীবন
কারো কারো কাছে সম্পর্কগুলো ইদানীং বড্ড ফেসবুকিও;
আমার মুখোশের আড়ালে ঝাপসা ফেস
আর বুক? ওখানে কি হৃদয় থাকে?
যার চেহারাই নাই তার হৃদয় থাকে কি করে?
আমার ফেসও নাই বুকও নাই
তাই ফেসবুকিও সম্পর্ক সম্পর্কে ধারণাই নাই,
সত্যি কি তাই?
কারো কারো পুরো জীবনটাই দেখি ফেসবুকে বন্দী;
সকালে যখনই ঘুম ভাঙে, সে আটটায় হোক আর দুটোয়
এককাপ চায়ের কাপে সেলফি - ফেসবুকিও ভোর,
তারপর সারা দিনমান ইতং বিতং কত কি?
সকালের বাজার থেকে রাতে ঘুমুতে যাওয়ার আগে নাইটি;
এর মাঝে কিন্তু আবার সম্পর্কও আছে
ফেসবুকিও সম্পর্ক,
কার কয়টা লাইক
কার কয়টা কমেন্ট
কড় গণনায় সম্পর্কের চাবিকাঠি
ফেসবুকিও সম্পর্ক আর কি!
লাইক নাই, কমেন্ট নাই?
সম্পর্কের তখন সম্পর্কচ্ছেদের বালাই
ওহে ফেসবুকিও বোন
আর ফেসবুকিও ভাই;
ফেসবুকে আমার ফেস নাই
বুকের ভেতর হৃদয় নাই
নাই কারো সাথে ফেসবুকিও সম্পর্কের বালাই,
তবুও মাঝে মধ্যে কেও কেও খুব আপন করে ডাকে
কেও বুড়া
কেও নানা
কেও ডাকে দাদাভাই;
কেও কথা প্রসংগে
কেও অন্তর থেকে;
ডাকগুলো শুনে কি কারো মন কেমন করে?
কে বলতে পারে?
আমার তো হৃদয়ই নাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন