নোনতা
- যাযাবর জীবন
ভালো লাগে না ভাইরাসে আক্রান্ত
আমি
তুই
সে,
আমরা সবাই
মন ছোঁয়াচে এ ভাইরাসের
কারণ জানা নাই;
সময় নাই
অসময় নাই
অচিন দেশ থেকে
খারাপ হাওয়া আসে
মনের সাথে মেশে
দুজনে মিলে ভাসে
তারপর বাঁধ ভাঙ্গা বন্যার জল;
না হয় হলোই একটু স্বাদে নোনতা
কে আর গাল চুমে চাখে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন