অন্যরকম
- যাযাবর জীবন
একটা দিন ছিল অন্যরকম
একটা মেয়ে ছিল চাঁদের মতন
মেয়েটার চোখে ছিল কান্না জুড়ে
ছুঁয়ে দিতেই টুপ করে পড়লো ঝরে
একটা দিন ছিল মেঘে ঢাকা
একটা মেয়ে ছিল পটে আঁকা
মেয়েটার পরনে ছিল কালো শারী
ছুঁয়ে দিতেই হয়ে গেলো পূর্ণ নারী
একটা দিন ছিল তিন প্রহরের রাতের মত
একটা মেয়ের ছিল নানা রকম বায়না যত
মেয়েটার চোখে ছিল কি এক প্রেমের নেশা
ছুঁয়ে দিতেই কেটে গেলো ভালোবাসা
একটা দিন ছিল চৌপ্রহর'ই অন্যরকম
একটা মেয়ে ছিল বুঝি নি তার রকমসকম
একটা প্রেম ছিল মোহ দিয়ে পারদ ঢাকা
সময় বলে দেবে ভালোবাসা মিথ্যে না ফাঁকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন