শনিবার, ১৩ ডিসেম্বর, ২০১৪


রুগী
- যাযাবর জীবন

কুয়াশার চাদরটা এবার উঠিয়ে নে না রে আকাশ?
শীত বুড়িটার বুঝি কাশি হয় না?
ছোঁয়াচে শীতের কবলে কুঁকড়ে আছে রাত
কুঁকড়ে আছে মানুষগুলো
কুয়াশায় ঢেকে আছে চাঁদ;
পেটে ভাত থাকলে না আগুন জ্বালার পয়সা মেলে?
দেহটাই তাদের শীতের আগুনে পুড়ছে জ্বলে
শীত বুড়িটার অত্যাচারে
ঠাণ্ডায় জমে কাঁপছে ওরা সবাই মিলে
রাস্তার ঐ মানুষগুলো রাস্তার ধারে;
আমি লেপ মুড়ি দিয়ে শুয়ে গরমে ঘেমে
ক্রমাগত কাশতে থাকি
খুক্কুর ক্ষুক্কুর খুক
আমার বিবেকে ক্ষয়কাশ;
আমি হয়তো যক্ষা রুগী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন