মোহভঙ্গ
- যাযাবর জীবন
কি আছে তোর?
মাথা ভরা টাক
অহংকার ভারি
কাঁকে ঠুকরে খাক
কি আছে তোর?
পায়ের আগে ভুঁড়ি
কুৎসিত কদাকার
দেমাগের নেই জুড়ি
কি আছে তোর?
রে মিসকিন
হাঁটা পথের যাযাবর
তোকে পোঁছে কোন মালকিন?
আজ বিজয়ের দিন
বিজয় আমার তোকে ডেকে
বিজয় তোর মোহ কেটে
কে কার এ পৃথিবীতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন