শীতের ভোর
- যাযাবর জীবন
ভোর দেখেছে কে?
মাঘের সকালে,
রেল স্টেশনের প্লাটফর্মে
কিংবা রাজধানীর ফুটপাতে;
কুঁকড়ে থাকা কিছু মানুষ ও পশু
শুয়ে আছে জড়াজড়ি এক সাথে;
কারো গায়ে চটের বস্তা
কারো গায়ে শতচ্ছিন্ন চাদর
শীত বুড়িটার একটু লজ্জা কি করে
চেপে বসতে তাদের ওপর?
কিংবা আমাদের?
গায়ে চাপাতে গায়ে গরম কাপড়;
হিম শীতের সকালে
মানুষ আর পশুর জড়াজড়ি ওম নেয়া দেখে
প্লাটফর্মে কিংবা ফুটপাতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন