সোমবার, ৮ ডিসেম্বর, ২০১৪

তুই-আমি আর আবোল-তাবোল


তুই-আমি আর আবোল-তাবোল
- যাযাবর জীবন

কেন রে তুই এমন
যখন ইচ্ছে যেমন
প্রেমের কথায় মুখ ভেংচি
আবার ভালো'তো বাসিস তেমন;

ইচ্ছে হলেই যখন তখন
ওড়াস স্বপ্ন ঘুড়ি
তোর স্বপ্নে ভেসে গিয়ে
বাইতে হয় তরী;

তোর কথাতে অনেক ওজন
আমার কথা ফাঁকা
তোর পথে'তে না হাঁটলে
পথ'কে বলিস বাঁকা;

তোর কথাতে ঝড় ওঠে
পাহাড় নড়ে চরে
আমার কথা ব্যঙ্গের মাথা
গাঙ্গে গিয়ে পরে;

তুই করলেই প্রেম হয়
আমি করলে কি?
তোর আমার সম্পর্ক
বুঝতে পারি নি।

এমন কেন হবে
তোর কথাই সব রবে
আমার কথা কান্না হয়ে
জলে ভেসে যাবে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন