দ্বৈত আলিঙ্গন
- যাযাবর জীবন
হৃদয় থেকে একটু দূরে
আমার ধরাছোঁয়ার বাইরে
আনন্দের বসবাস,
হৃদয়ের খুব ভেতরে
আমার সাথে প্রতিনিয়ত
কান্নার সহবাস;
তুই কাছে থাকলেই ক্ষরণ
দূরে থাকলে দহন;
বড্ড এলোমেলো করে দেয়
কাছের ও দূরের
আনন্দ আর বেদনার
ভালোবাসা ও ঘৃণার
পাওয়া আর না পাওয়ার
ভাব সমূহের দ্বৈত আলিঙ্গন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন