খেলা
- যাযাবর জীবন
এক্কা দোক্কা খেলার ঘরে
কানামাছি খেলে বাসন্তী ছলনা
দুটোই তো তোর খেলা
জানে সবাই তবু মন মানে না;
মনের খেলা দেহতে পৌঁছলে
বিবেক বাঁশি ফাউল বলে,
ধ্যাত! আগে বলবি না!!
প্রেম কি আর দাগ মেনে চলে?
নারী খেলায় পটু তুই
কারো হৃদয়ে লাল দাগ
কলায় পারদর্শী তুই
কারো মনে কাম ভাব;
ছলাকে কলা দেখিয়ে ঝাঁপি বন্ধ করে দিলে
বোকা প্রেমিকটা অন্ধকার খুঁজবে তোর বুকের খাঁজে
ছলনার কুঁচি যতই শক্ত বাঁধিস
প্রেমিকের চোখ ঠিকই চলে যায় খুলে যাওয়া শাড়ীর ভাঁজে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন