রবিবার, ৭ ডিসেম্বর, ২০১৪

বিবেকের ঢাকনা



বিবেকের ঢাকনা
- যাযাবর জীবন

মাঘের পেরেক ঠুকে দিয়েছে
পায়ের পাতায়
শরীর তো কাঁপবেই শীতে
আমি আর তুই না হয় ঠোঁটে ঠোঁটে ওম নেব
লেপের তলায় শুয়ে
আরেকটু ঠান্ডা পড়লে না হয় আরো ঘন হয়ে
ঢুকে যাব আমরা দেহের ভেতর দেহ নিয়ে;

জানালা দিয়ে দেখব না আমরা
ল্যাম্পপোস্টের তলার ছালামুড়ি দেয়া
মানুষগুলোর দিকে চেয়ে
পথের কুকুরও কিছু আছে তাদের পাশে
শীতে কুঁই কুঁই হয়ে
ওম নিচ্ছে একসাথে মানুষ আর কুকুরে
পরস্পর জড়িয়ে ধরে শুয়ে;

দেখব না আমি দেখব না
দেখব না এসব মাখামাখি জানালা দিয়ে চেয়ে;
যদি বিবেক কথা বলে ওঠে?
তার থেকে চল মাথার ওপর লেপমুড়ি দিয়ে
কাপড় খুলি
তোর দেহে আমার ওম
রমণে রমণে আনন্দম;
শীত তো আসবেই প্রতি মাঘ মাসে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন