পেন্সিলের আঁকিবুঁকি খেলা
- যাযাবর জীবন
রাত নামলেই অন্ধকার নামে
চোখেতে স্বপ্ন নামে
তুই নামিস
অশ্রু নামে;
তোর চোখে ঘুম নামে
আমার হাত কাগজে
দাঁতের ফাঁকে পেন্সিলে কামড়
প্রায়ঃশই শীষ ভাঙ্গে;
সাদা কাগজে পেন্সিলের আঁকিবুঁকি
কত যে সব কথা লেখে!
তোর কথা
আমার কথা
আমাদের প্রেমের কথা
আমাদের ভালোবাসা
অপেক্ষা
ক্ষরণ
বেদনা
কান্না;
আমি শুধুই
দেখে যাই
পড়ে যাই
কাগজ কলমের হাবিজাবি আঁকের
হিবিজিবি খেলা;
মাঝে মাঝে সুধাই পেন্সিলকে,
কে বলেছে তাকে এতসব কথা
কাগজে আঁকতে?
পেছনের বেঞ্চ থেকে মন দাঁড়িয়ে জবাব দেয়
"তোর ভালোবাসা বাঁচিয়ে রাখতে"।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন