সোমবার, ১৫ ডিসেম্বর, ২০১৪

রকম সকম



রকম সকম
- যাযাবর জীবন

জীবনটা নদীর মত
নিমিষে বয়ে যায়
যতই সামনে এগোয়
সময় ফুরায়.....

সময়টা বালির মত
নিমিষে গড়ায়
যতই শক্ত হাতে ধরি
মুঠোতে গলে যায়......

ভালোবাসা স্বপ্নের মত
সাদাকালো রয়ে যায়
যতই গাঢ় হোক
মন মেললেই হারায়.....

সম্পর্ক আঠার মত
মন পোড়ে হামেশায়
যদিও বা ছুটে যায়
হৃদয়ে রয়ে যায়......

তুই আমার মত
অভিমান উপেক্ষায়
যতই দূরে থাকিস
দুজনার মন দুজনায়।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন